
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি, জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, ইভটিজিং, মাদক দ্রব্য, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন ও সম্ভাবনা সম্পর্কে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ১২ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসকের জ্ঞাতার্থে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, প্রধান শিক্ষক ফজলুল করিম, আব্দুল কুদ্দুশ, সুপার মাওঃ আব্দুল মান্নান, কাজি মোঃ হাফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইমাম মাওঃ হোসেন আলী, সাংবাদিক ইউসুফ আলী প্রমুখ।
সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। মতবিনিময় সভায় উপজেলার সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।