মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সরিষা কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(২৬ ফেব্র“য়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামন কুমার গ্রামের প্রদীপ কুমারের সরিষা ক্ষেতে মাঠ দিবসের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। সরিষা কর্তন করে মাঠ দিবসের উদ্বোধন করেন,আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামীম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে আলোয়াখোয়া ইউ. পি চেয়ারম্যান প্রদীপ কুমার রায় ,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোসাদ্দেক সারফি, আরডিআরএস বাংলাদেশ এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা সাফকাতুল আলম, কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিক উপস্থিত থেকে একই জমিতে বছরে চার ফসল (আমন-সরিষা- মুগডাল-আউশ) উৎপাদন প্রযুক্তি বিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন। একই জমিতে বছরে চার ফসল (আমন-সরিষা- মুগডাল-আউশ) উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকরা জানান, সরিষা চাষে খরচ কম । প্রতি বিঘায় ৩-৪ হাজার খরচ করে ৭-৮ মন সরিষা পাওয়া য়ায়। যার মুল্য প্রায় ১২-১৩ হাজার টাকা। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।