
মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:- পঞ্চগড়ের আটোয়ারীতে সাব রেজিষ্ট্রী অফিস ও এক নূরানী মাদরাসা কর্তৃক ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন পঞ্চগড় শাখা’র সহায়তায় আটোয়ারী সাব রেজিষ্ট্রী অফিসের উদ্যোগে ২শ এবং দারুল উলূম হোছাইনীয়া ইসলামীয়া মাদরাসা সুখ্যাতি’র উদ্যোগে ৮ শ শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রাঙ্গন হতে পৃথক পৃথক ভাবে দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সাব রেজিষ্ট্রী অফিসের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা রেজিষ্ট্রার অমৃত লাল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মাহফুজুর রাহমান, বোদা উপজেলা সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, তেঁতুলিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার,দেবদ্রুতি রায় এবং টুনিরহাট সাব রেজিষ্ট্রার প্রতীক মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর হোসেন সরকার, সহ অন্যান্যের মধ্যে সাব রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। এদিকে দারুল উলূম হোছাইনীয়া ইসলামীয়া মাদ্রাসার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, চালকল মালিক সমিতির সভাপতি ও পঞ্চগড় চেম্বারের সাবেক ডিরেক্টর মোঃ খলিলুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আটোয়রী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিল্লুুর হোসেন সরকার, ঢাকা তাবলীগ জামাতের প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, মাদরাসার সাধারন সম্পাদক আফিফ মাসুম,মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শামসুজ্জোহা, এনামুল হক প্রমুখ উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।