
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এলজিইডি’র সামাজিক সুরক্ষা কর্মসুচি’র সুবিধাভোগী দু:স্থ মহিলা কর্মীদের সঞ্চয় আনুষ্ঠানিকভাবে ফেরত প্রদান করা হয়েছে। গতকাল ০১ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সঞ্চয় ফেরত প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সঞ্চয় প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অরুপ কুমার কুন্ডু।
উল্লেখ, গত দুই বছর যাবত উপজেলার ৬ ইউনিয়নে ৬০ জন দু:স্থ মহিলা উপজেলা প্রকৌশল(এলজিইডি)’র বাস্তবায়নে এই প্রকল্পের আওতায় সড়ক মেরামত কাজে নিয়োজিত ছিলেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী ঐ কর্মীদের মাসিক বেতনের কর্তনকৃত অংশ সঞ্চয় হিসেবে দপ্তরে জমা ছিল। প্রধান অতিথি দু:স্থ মহিলা কমী দের হাতে প্রত্যেককে তাদের জমাকৃত ৩৫ হাজার ৯ শত ৭২ টাকার চেক তুলে দেন।