মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ৮ ফেব্র“য়ারি বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স , কৃষকদের মাঝে ¯েপ্র-মেশিন ও দু:স্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, ২০১৭ Ñ– ২০১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় ৪নং রাধানগর ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থীকে ৭৫০ টি টিফিন বক্স, তালিকাভুক্ত ১০০জন কৃষকের মাঝে ১০০ টি ¯েপ্র-মেশিন এবং ১২ জন দুঃস্থ্য মহিলার মাঝে ১২ টি সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ-এর সভাপতিত্বে এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডি, এলজি পঞ্চগড় প্রিয় সিন্ধু তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ প্রমুখ। বিতরনের আগে ইউনিয়ন পর্যায়ে প্রায় দুই ঘন্টাব্যাপি শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা করা হয়।