
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বার্ষিক কর্ম মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ জানুয়ারি শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং অফিস সহকারী মোঃ নুরল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মীদের হাতে বার্ষিক কর্ম মূল্যায়নের উপর পুরস্কার তুলে দেন প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডাঃ মওলা বক্স চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের এইচআই, এএইচআই, সিএইচসিপি, এইচএ সহ ডাক্তারদের মাঝে প্রথমে আনুষ্ঠনিকভাবে ডায়রী বিতরণ করা হয়।পরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদেও পৃথক পৃথক ভাবে কর্ম মূল্যায়নের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।