আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে “ আটোয়ারী প্রেসক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন এবং খেলায় স্বাস্থ্যের উপকারিতার উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মওলা বকস চৌধূরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ভারপ্রাপ্ত টিএইচএ ডাঃ মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম অন্যানের মধ্যে উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ শাহ ইকবাল, উপ- সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ জুলহাস উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসান রেজা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিলুর হোসেন সরকার।
ফাইনাল খেলায় ছোটদাপের বিশিষ্ট ব্যবসায়ী রানা ও রিফাতে’র টিম বনাম উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল ও শরীফ হোসেন চৌধূরী হিরু’র টিমকে ২-০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ছোটদাপ টিম।