আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:- পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সহ সভাপতি শরীফ উদ্দীন সরকার শারীরিক অসুস্থ্যতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল দিবাগত রাত ১টা ১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ,২ ছেলে ৩মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আটোয়ারী প্রেসক্লাব ,উপজেলা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি পৃথক পৃথক ভাবে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম শরীফ উদ্দীনের লাশ ২৮ এপ্রিল বাদ আছর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।