
ন্য মুজিব ধন্য তুমি
ধন্য তোমার দেশ ।
তুমিই দিয়েছো স্বাধীন বাংলা
মোরা পেয়েছি বাংলাদেশ ।
ধন্য মুজিব ধন্য তুমি ধন্য তোমার দেশ ।
দেশ গরতে দিযেছো তুমি
নিজের আপন প্রান ।
সপিয়ে দিযেছো স্বপরিবারে
তাদের ওজে জান ।
ধন্য মুজিব ধন্য তুমি ধন্য তোমার প্রান ।
প্রানের চেও দেশকে তুমি
বেসে ছিলে অনেক ভালো ।
তোমার আর্দশের আলো যেন
ঘরে ঘরে সবাই জ্বালো ।
দেশের জন্য দিলে তুমি সর্ব প্রথম ডাক ।
তোমার ডাকে সারা দিলো মানুষ লাখে লাখ ।
লাখে লাখে যুদ্ধ করলো গরলো বাংলাদেশ ।
সে যে মোদের সোনার বাংলা
শেখ মুজিবের দেশ ।
Please follow and like us: