
সোনার মানুষ , সোনার দেশ ,
সোনা আমাদের ভাষা ।
সোনাতেই মোরা কথা বলি
সোনার বাংলা ভাষা ।
এ ভাষা যেন সোনার মতো
সোনার চেও যেন খাটি ।
সোনাতেই মোরা কথা বলি ,
সোনা আমাদের মাঁটি ।
মাটি যেন সোনার মতো ,সোনা তবু নয় ।
তবু যেন তাকে সোনার চে খাটিই মনে হয় ।
ভাষার জন্য জিবন দিযে ,
এ দেশকে করেছে জয ।
Please follow and like us: