নয়া আলো-
আজ সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দূর্নীতি মামলায় আদালতে উপস্থিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন তিনি।
চলতি মাসের সাত তারিখে এই মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিলো খালেদা জিয়ার। কিন্তু সে তিনি আদালতে হাজির হননি। পরে তার আইনজীবী ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করেন। এরপর আজ হাজির হলেন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দূর্নীতির অভিযোগের মধ্যে আছে ট্রাস্টের জন্য জমি কেনার জন্য খরচ করা টাকার উৎস জানাতে না পারা। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৫ সালে ৪২ কাঠা জমি কেনা হয়েছিলো ট্রাস্টের নামে। এ সময় জমির মূল্যের চেয়েও এক কোটি টাকা বেশি দেয়া হয় মালিককেও।
ওই এক কোটি টাকার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি বলে অভিযোগ তোলা হয়। এর বাইরেও তিন কোটিরও বেশি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আছে। এ বিষয়ে ২০০৮ সালে মামলা করা হয়। মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুন অর রশিদ।