এনামুল হক নাবিদ::
জাটকা ধরে করবো না শেষ-বাঁচবে জেলে হাসবে দেশ। এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় আনোয়ারায় সমাবেশ ও র্যালীর মাধ্যমে উদযাপিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮ (২৪ ফেব্রুয়ারি -০২ মার্চ)।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মমিনুল হক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জাটকা প্রতিরোধে আমাদের মন মানসিকভাবে তৈরী হতে হবে,না হয় অল্প সংখ্যক সরকারি লোকবল দিয়ে প্রতিরোধ করা সম্ভব না। সরকারের নানামুখী কর্মসূচীর কারণে দেশ মৎস্য সম্পদে স্বয়ং সম্পূর্ণ। আজ আমাদের সম্পূর্ণ জনগনের মাছের চাহিদা ৪০.৪ লক্ষ মেট্রিকটন।
এই চাহিদা আজ আমাদের দেশে পরিপূর্ণ।
উপজেলা সহকারি ভূমি কমিশনার আব্দুল মুবিনের সভাপতিত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন,জাতীয় মৎস্যজীবী সমবায় সমতির সভাপতি সাংবাদিক আব্দুল নূর চৌধুরী,
আনোয়ারা থানা ক্ষুদ্র মৎসজীবী সমতির সভাপতি দুলাল দাশ ,মৎসজীবী শ্রী কৃষ্ণ জলদাশ।
অনুষ্টানে উপস্থিত বক্তরা বলেন, শুধু সরকারি কর্মকর্তারা আন্তরিক হলে হবে না এই জন্য মৎসজীবী সকল স্তরের জনশক্তিকে এগিয়ে আসতে হবে।বক্তরা আরো বলেন, অনেক জায়গায় ইউপি সদস্যরা মৎসজীবীদের ভাতা নিয়ে অনেক ষড়যন্ত্র করে আগামী তে তা থেকে বিরত থাকতে ইউপি সদস্যদের প্রতি আহ্বান জানান।
Please follow and like us: