আনোয়ারা প্রতিনিধি :- আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাইলধর গাভী পালন সি আই জি সমিতির উদ্যোগে আজ (সোমবার) সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে ভেকসিন কর্মসূচী। এতে ছোট বড় প্রায় ৩০টি গুরুর মাঝে এই সেবা প্রদান করেন। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভি এফ এ ডাঃ দোলন কান্তি দাশ,হাইলধর গাভী পালন সি আই জি সমিতির সভাপতি সাংবাদিক এনামুল হক নাবিদ,সাংবাদিক হাসান ইমরান চৌধুরী, উপজেলা অফিস সহকারি মোহাম্মদ ইয়াছীন। এই সময় উপস্থিত খামারীদের উদ্দেশ্যে ডাঃ দোলন কান্তি দাশ বলেন, গবাদি পশু পালন করতে আপনারা আরো সচেতন হোন।নিয়মিত প্রাণিসম্পদ বিভাগের সাথে যোগাযোগ রাখেন। সরকারি সার্বিকভাবে সহযোগিতা আমরা আপনাদের মাঝে নিরলসভাবে দিয়ে যাব। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কে আন্তরিক ধন্যবাদ জানান, সমিতির সভাপতি সাংবাদিক এনামুল হক নাবিদ।
Please follow and like us: