১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে ‘মুখরা রমনী বশীকরণ’ মঞ্চস্থ




আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে ‘মুখরা রমনী বশীকরণ’ মঞ্চস্থ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০১৮, ১২:২৩ | 1031 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে মঞ্চস্থ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্‌স স্টাডিজ বিভাগের অনবদ্য প্রযোজনা ‘মুখরা রমনী বশীকরণ’। সাতদিন ব্যাপী এই উতসবের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চায়িত হয় নাটকটি। নাটকের অনুবাদ করেছেন মুনীর চৌধুরী, আর নাটকটি বাংলার ঐতিহ্যবাহী সংযাত্রা আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন আল্‌ জাবির, সহকারী অধ্যাপক, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। একটি সর্বজন পরিচিত অতি পুরাতন মামুলি স্থূল কাহিনীকে শেক্সপিয়ার এমন এক অত্যাশ্চর্য সবল সতেজ সরসতা দান করেছেন যে কঠিনতম শীতল হৃদয় রুচি বাগীশগণ্ও এর সংস্পর্শে এসে কৌতুক আনন্দে বিগলিত না হয়ে পারে না। “টেমিং অব দ্যা শ্রু” পুরোপুরি রঙ্গনাট্য। এর সবটাই কৌতুক, সবটাই রঙ্গ, সবটাই রগড়। এর অনেকখানি ভান, অনেকখানি অতিরঞ্জন। কাহিনী এক অর্থে অতিশয় পার্থিব, লৌকিক, গার্হস্থ্যমূলক, আবার অন্য অর্থে নিত্যান্তই অলীক, কৃত্রিম, অবাস্তব। শেক্সপিয়ারের নাট্যজগতের বৈচিত্রময়তা উন্মোচন এবং মুনীর চৌধুরী অনুদিত “মুখরা রমনী বশীকরণ” নাটক এক নতুন মাত্রায় দর্শক সম্মুখে উপস্থাপনের প্রয়াস কেবল এই দুই মহান নাট্যকীর্তির প্রতি আমাদের শ্রদ্ধাবনত নাট্য নিবেদন। নির্দেশনা প্রণোদনা দিয়েছেন মুহম্মদ রুহুল আমিন, সৈয়দ মামুন রেজা, ইসমতআরা ভূঁইয়া ইলা, তুহিনুর রহমান (তুহিন অবন্ত)। ডিজাইন ও কোরিওগ্রাফি করেছেন আল্ জাবির এবং আবহ সঙ্গীত করেছেন নীলা  সাহা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে তারেক, বিলকিস, মনসুর, স্বর্ণা, বাঁধন, কায়সার, মনির, সজল, পাপিয়া, বৃষ্টি, হুমায়ূন, জুনায়েদ, শুভ, শিশির, নাইম ও সৃজন সহ ৩য় ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET