২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৪, ১৭:৩১ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চত্বর হতে শোভাযাত্রা বের হয়। বন্ধুত্বের এই সংগঠনের সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের ব্যাচ ৯৭ এর সহপাঠীরা।
শোভাযাত্রাটি চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরিশেষে এক আলোচনা সভায় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর স্কুল প্রতিনিধিরা বলেন, ‘আমরাই সম্ভবত বিশ্বের একমাত্র জাতি- যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। আমাদের মাতৃভূমির সাহসী সন্তানেরা সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’
এসময় উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সহ-সভাপতি সুমন ইসলাম জিতু, সমাজ কল্যাণ সম্পাদক আহাম্মদ আলী সজিব, সৃজনশীল সহযোদ্ধা সায়েম কবীর, মিডিয়া প্রধান এম এ মান্নান ভূঁইয়া, ফুটবল টিমের ক্যাপটেন আখতার হোসেন, হালিম উল্লাহ  টিটু, মো: ফিরোজ আলম খান, জানে আলম, মাহবুব আলম জয়, ফরহাদ উদ্দিন শাওন, মো: ফজলুর রহমান, মো: রফিকুল ইসলাম, মো:  ফিরোজ মিয়া, নাঈম চৌধুরী, কামাল সরদার, মোহাম্মদ সনি, ইয়াসির ইবনে মিজান সোহান, মো:  মনির, শামীমা জাহান, সনেট সিনহা, মোঃ শরীফ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল কাদের, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আজিজুল হক সোহাগ সহ বিভিন্ন স্কুলের অন্যান্য সহপাঠীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET