
আরএমপিতে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার আলী তুহিন।
গতকাল বৃহস্পতিবার সকালে আরএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ দমন সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুস্কার হাতে তুলে দেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির সকল সিনিয়র কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মতিহার বিভাগের পুলিশের ডিসি, এডিসি ও এসি।
দ্বিতীয়বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন।
তিনি বলেন, মতিহার থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি এ সফলতা অর্জন করেছি। তাই তিনি সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টম্বর (২০২১) মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছিলেন মো. আনোয়ার আলী তুহিন ।