মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীনের রচনা ও চিত্রনাট্য ‘এখন আর রুপকথা হয় না’ শিরোনামের একটি নাটকে আবারো একসাথে অভিনয় করলেন তাহসান ও মম।
এর আগে, শিহাব শাহীনের ‘নীলপরী নীলাঞ্জনা’ ও মাবরুর রশীদ বান্নার ‘এক্লিপস’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তাহসান ও মম। ২০১৩ সালে প্রচারিত দুটি নাটকই সাড়া ফেলে। তিন বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাহসান ও মম।
আগামী ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হচ্ছে নাটক ‘এখন আর রুপকথা হয় না’।
গত ১০ মে থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। তাহসান ও মমর পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, মারজুক রাসেল প্রমুখ।
Please follow and like us: