
মোঃসোহাগ হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের বেনাপোলে হুন্ডির ৪০ হাজার ইউএস ডলার সহ এনামুল হক(৩০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্প্রতিবার সকালের দিকে যশোর -বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোষ্ট থেকে তাকে আটক করে বিজিবি।
এনামুল নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বক্করের ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, হুন্ডির একটি বড় চালান বেনাপোল থেকে বরিশাল গামী একটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদে বিজিবি আমড়াখালি চেকপোস্টে অবস্থান নেয়। পরে বরিশাল গামী বাসে তল্লাশী চালিয়ে সন্দেহভাজন এনামুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য বাংলাদেশী ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে এনামুলকে মুদ্রাপাচার আইনের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত ডলার বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা