কান উৎসব নিয়ে ভবিষ্যদ্বাণী করা বোকামি তা প্রমাণ হয়ে গেলো আবার। কারণ সমালোচক-দর্শক কে কি বললো আর মনে করলো নিজেদের কানকে সেই হিসাব-নিকাশের বাইরেই রাখেন আয়োজনের বিচারকরা।
তাই ফেভারিট ভাবা না হলেও কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে স্বর্ণপাম (পাম দ’র) জিতলো বর্ষিয়ান ব্রিটিশ পরিচালক কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’। ব্রিটেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাই এর বিষয়বস্তু।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয়ে রাত সাড়ে আটটা অবধি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
এখানে লোচের হাতে পুরস্কার তুলে দেন হলিউড তারকা মেল গিবসন। ‘ম্যাড ম্যাক্স’ দিয়ে যার উত্থান, সেই ছবির পরিচালক জর্জ মিলার ছিলেন এবারের প্রতিযোগিতা বিভাগের সভাপতি।
এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন লোচ। কানের ইতিহাসে এর আগে মাত্র আটজন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলো ৭৯ বছর বয়সী এই নির্মাতার নাম। ২০০৬ সালে কানে লোচের ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ স্বর্ণপাম জেতে।
ইরানি ছবি ‘দ্য সেলসম্যান’ পেয়েছে দুটি পুরস্কার। এতে দুর্দান্ত অভিনয়ের জন্য সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতা হয়েছেন শাহাব হোসেইনি। আর সেরা চিত্রনাট্যের পুরস্কার উঠেছে ছবিটির পরিচালক আসগর ফারহাদির হাতে।
‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ ছবির জন্য কানাডিয়ান তরুণ নির্মাতা জাভিয়ে দোলান জিতেছেন দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রিঁ।
দুই বছর আগে তার ‘মমি’ জুরি প্রাইজ পেয়েছিলো। এবারের জুরি প্রাইজ গেছে মার্কিন মুলুকে। ‘আমেরিকান হানি’র জন্য এটি পেলেন যুক্তরাষ্ট্রের পরিচালক আন্ড্রিয়া আর্নল্ড।
সেরা পরিচালক হয়েছেন দু’জন। ফ্রান্সের অলিভিয়ে অ্যাসাইয়াস তার ‘পার্সোনাল শপার’ এবং রোমানিয়ার ক্রিস্টিউন মুনজিউ। এবার তারা পুরস্কারটি জিতেছেন ‘গ্রাজুয়েশন’ ছবির জন্য।
ফিলিপাইনের ছবি ‘মা, রোজা’য় নাম ভূমিকায় দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হলেন জ্যাকলিন জোস। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হয়েছে স্প্যানিশ ছবি ‘টাইমকোড’।
অনুষ্ঠানে সম্মানসূচক পাম দ’র পেয়েছেন ফ্রেঞ্চ নিউ ওয়েভের অন্যতম জনপ্রিয় মুখ ফরাসি অভিনেতা জ্যঁ-পিয়ের লিউ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরাসি অভিনেতা লঁরা লঁফে। সবশেষে ‘আই, ড্যানিয়েল ব্লেক’ দেখানো হয়।
আসরের সবচেয়ে বড় চমক ছিলো সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো মারেন আদ পরিচালিত ‘টনি আর্ডম্যান’-এর শূন্য হাতে ফেরা। জর্জ মিলারের নেতৃত্বে বিচারকরা যে চমক জমা রেখেছেন তা নিচের তালিকা দেখলেই বোঝা যায়।
একনজরে কান পুরস্কার ২০১৬
স্বর্ণপাম (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র) : আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ, যুক্তরাজ্য)
গ্র্যাঁ প্রিঁ: ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (জাভিয়ে দোলান; কানাডা-ফ্রান্স)
প্রাজুরি ইজ: আমেরিকান হানি (আন্ড্রিয়া আর্নল্ড, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেতা : শাহাব হোসেইনি (দ্য সেলসম্যান, ইরান)
সেরা অভিনেত্রী : জ্যাকলিন জোস (মা, রোজা, ফিলিপাইন)
সেরা পরিচালক (যৌথভাবে) : ক্রিস্টিয়ান মুনজিউ (গ্রাজুয়েশন, রোমানিয়া), অলিভিয়ে অ্যাসাইয়াস (পার্সোনাল শপার, ফ্রান্স)
সেরা চিত্রনাট্যকার : আসগর ফারহাদি (দ্য সেলসম্যান, ইরান)
ক্যামেরা দ’র : হুদা বেনিয়ামিনা (ডিভাইনস, মরক্কো)
স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : টাইমকোড (হুয়ানজো গিমেনেজ, স্পেন)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : দ্য গার্ল হু ড্যান্সড উইথ দ্য ডেভিল (হোয়াও পাউলো মিরান্ডা মারিয়া, ব্রাজিল)
ভালকান অ্যাওয়ার্ড অব দ্য টেকনিক্যাল আর্টিস্ট : সিওঙ-হিয়ে রিউ (দ্য হ্যান্ডমেইডেন)
সম্মানসূচক স্বর্ণপাম : জ্যঁ-পিয়ের লিউ (ফ্রান্স)।