বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের দেশের গানগুলো সবার হৃঁদয় ছুয়ে যায়।
অনেকদিন পর আবার একটি দেশাত্ববোধক গানে কণ্ঠ দিলেন তিনি।
‘বাংলার মাটিতে লেখা কত নাম রক্তাক্ষরে, মুক্তিযুদ্ধের সে কথা বল, ভুলে যাই কী করে’_ এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন সহিদ রাহমান।
আলাউদ্দিন আলীর সুরে এর সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। সম্প্রতি রাজধানীর শ্রুতি স্টুডিওতে এটি রেকর্ড করা হয়েছে।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘দেশের গান গাওয়া সবসময় আনন্দের। এবার তার ব্যতিক্রম হয়নি। আরো ভালো লেগেছে, অনেকদিন পর আলাউদ্দিন আলীর সুরে গাইতে পেরে। সহিদ রাহমানের কথায় দেশাত্মবোধ যেমন আছে তেমনি মকসুদ জামিল মিন্টুর সঙ্গীতায়োজন শ্রুতি মধুর। গানটি সবার ভালো লাগবে বলেই আমার ধারণা।’
গানটি শিগগিরই জি-সিরিজ থেকে প্রকাশ পাবে বলে গীতিকার জানান।