৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপিকে দেয়া হলো মন্ত্রীর মর্যাদা




আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপিকে দেয়া হলো মন্ত্রীর মর্যাদা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০১৮, ১৮:৩২ | 708 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার,গৌরনদী(বরিশাল)প্রতিনিধি ||
অবশেষে পূর্ন মন্ত্রীর মর্যাদা পেলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি।

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপিকে এ পদমর্যাদা দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি (শান্তি চুক্তি) বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণের জন্য গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ এ পদে থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন”।
 উল্লেখ্য, শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক নিয়োগ দেয়া হয়েছে। গত ১৮ জানুয়ারি এ সংক্রান্ত কমিটি পুনর্গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাতকে প্রধান করা হয়।
 এর আগে ২০০৯ সালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মন্ত্রীর মর্যাদায় আহ্বায়ক করে তিন সদস্যের শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটি করা হয়।
 তাছাড়া ইতিপূর্বে অশান্ত পার্বত্য চট্টেগ্রামে শান্তিচুক্তি বাস্তবায়ন কালে ভুমিকা ছিলো শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর পুত্র আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র। তৎকালিন সময়ে সরকারের হয়ে তিনিই শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই থেকেই তিনি পার্বত্য শান্তিচুক্তির অন্যতম রূপকার হিসেবে পরিচিত লাভ করে আসছেন।
 এদিকে তাকে পূর্নাঙ্গ মন্ত্রির মর্যাদায় দেয়ার খবর বরিশালে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উদ্দিপনা ছড়িয়ে পড়ে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET