
মো.নাজমুল হাসান নাহিদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২য় উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ৩-০ গোলের ব্যবধানে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে। খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পে আশরাফুল ইসলাম আশা গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ২০ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় সামসী গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৫ মিনিটে সামসী দলের পে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। খেলায় ফুলবাড়ীয়া ইউনিয়নের সাহেব আলী ম্যাচ সেরা নির্বাচিত হন। মিরপুর বাজারের মেসার্স হাজী ট্রেডার্সের পে প্রোপাইটার আলহাজ্ব বাছতুল্লাহ মালিথা তাকে পুরষ্কৃত করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। খেলা পরিচালনা করেন রেজাউর রহমান। তাকে সহযোগিতা করেন সেলিম ও জাহিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন প্রেসকাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু ও গোবিন্দগুনিয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক শাহিনুল ইসলাম শাহিন। আজ সোমবার টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় চিথলিয়া ইউনিয়নের মোকাবেলা করবে মালিহাদ ইউনিয়ন।