আমারই চোখের জলে! তপন সরকার..
আমারই চোখের জল,
ঘুরি তবে মাঠে ঘাঁটে,
অজানা ঐ পরবাসে দ্বারে দ্বারে ফিরে,
তোমায় ভুলে নিজেরে হারিয়ে কোন ডালেতে নিজেরে পেতে,
কোন আশাতে এই খেলাতে আসা যাওয়া গোপন লয়ে,
দেখি বাহির দেখি কারে, আপন হতে দূরে সরে, পরবাসে।
যত দিন গেল তবে এই বিহারে চোখের কোনে সুখবিলাশে,
জনম হতে নিজেরে সঁপেছি কার আলয়ে বিকিয়ে দিয়ে,
তবু ভিতর আমার খুলেনি দুয়ার চোখের মাঝে করুনাতে,
পথ হারিয়ে পথের মাঝে পেয়েছি স্পর্শ চরম আঘাতে।
যদি আজ এই বৈশাখে উঠে ঝড় ঐ দিকেতে সকল ভেঙে,
যদি আসে সুর যে তবে ছেঁড়া তারে ছন্দে ছন্দে তরঙ্গেতে,
যদি আসে শ্রাবন নেমে আনন্দধারায় মুখরিত কলতানে,
চোখ যে আমার পাক হে দৃষ্টি তোমার দিকে আমার ভিতরে।
খুলে যাক বন্ধ দুয়ার তোমার নামে মধুর গানে অনুরণে,
প্রেম যে তবে পূজা হয়ে ফুটবে ডালে নবদলে মৃত শাঁখে,
সেই ভোরেতে পাখীর গানের কলরবে ভাঙবে ঘুম নিমন্ত্রনে,
জাগবে আমার তৃষা তবে পিপাসাতে নুতন হয়ে তোমারই চরণে।
রাত্রি তবে মেঘ হয়েই ঝড়ুক আমার প্রাণের পরে ঝড়ঝড়িয়ে,
তোমার প্রেমে তোমার নামে মধুর শব্দে ঝনকারে, এই বাদলে,
কার শব্দ কার গান শুনছি তবে এই ধারাতে ভিজে ভিজে,
এসো হে সখা পূজার গানে বরষা মাঝে আমারই ।