আমার সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ এর সার্বিক সহযোগিতায় মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ বাজার ও শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে।
আজ ৫ এপ্রিল শুক্রবার সকাল ৯ টার দিকে বি এল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ঈদ বাজার দেওয়া হয়।
উক্ত ঈদ বাজার অনুষ্ঠানটি আমার সিরাজগঞ্জ গ্রুপের এডমিন মোঃ আব্দুল আলীমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বাজার ও উপহার সামগ্রী বিতারন করেন, বিশিষ্ট সমাজ সেবক সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ এর সামাজিক সংগঠন মানব সেবায় স্বপ্ন গ্রুপের অন্যতম সংগঠক মাওলানা মোঃ আখতারুজ্জামান, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজা মুন্সী। আমার সিরাজগঞ্জ গ্রুপের এডমিন সামিউল ইসলাম, সদস্য শিশির হাসান টুটুল, সুমন হোসেন, নুরুল ইসলাম টিক্কা।
উল্লেখ্য ঈদ বাজার অনুষ্ঠানে ৪১ টি পরিবারের মাঝে ১৮টি পদের খাদ্য সামগ্রী ও জন প্রতি একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে।