আমি প্রবাসী
রুমানা আক্তার রত্না
আমি সুখ কিনতে গিয়ে, সুখ পাইনি
পেয়েছি শুধু দুঃখ
দুঃখ প্রকাশের লোক পাইনি তাই-
একাকীত্বের সাথে করেছি যুদ্ধ।
আমি অসুস্থ হলে কাছে পাইনি,
প্রিয়জনের আলিঙ্গন
কেউ যত্ন করে শুনতে চায়নি-
আমার বলা আলাপন।
আমার জন্য থাকে না পরে
একটা কোনো শুভলগন,
আমার দেওয়া অর্থ ছাড়া
হয় না কোনো প্রমোদন।
কেমন ভাবে দিন-যে কাটায়
খোঁজ নেয় না আপনজন,
আমি ফিরতে চাইলে সবাই
তখন দেয়-যে কত মতামত।
তার সাথে জমা থাকে আরও
হাজার রকম বায়না,
সবার ইচ্ছে পূরণ শেষে
আমার ইচ্ছে রয়না।
পরিচিতি:
নাম: রুমানা আক্তার রত্না
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।
Please follow and like us: