নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) মহাজোট থেকে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী শিরীন আখতার সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় শিরীন আখতার সাংবাদিকদের বলেন, ফেনী-১ আসন থেকে আমি জাসদের প্রার্থী হিসেবে নির্বাচন করছিনা। আমি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নৌকা প্রতীকে নির্বাচন করছি। তিনি বলেন, ফেনী-১ আসন থেকে মহাজোটের প্রার্থী শেখ হাসিনার নির্বাচিত শিরীন আখতার। স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ সম্পর্কে সাংবাদিরা জানতে চাইলে শিরীন আখতার বলেন, ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী আমাকে বলেছেন, শেখ আবদুল্লাহ আ’লীগের কেউ নয়। তবে শিরীন আখতার বলেছেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীদের সহযোগীতা চাড়া খালেদা জিয়ার ভোট ক্ষেত ফেনী-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হওয়া আমার জন্য কঠিন হবে। এসময় শিরীন আখতার বলেন, খালেদা জিয়া এ আসন থেকে বার বার নির্বাচিত হয়ে প্রধান মন্ত্রী হওয়া শর্তেও জনগণের জন্য চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেনি। ২০১৪ সালে ফেনী-১ আসনের এমপি নির্বাচিত হয়ে আমি জনগণের সাথে মিশেছি। তাদের অভাব অভিযোগের কথা শুনেছি এবং শেখ হাসিনার কাছ থেকে এ এলাকার উন্নয়নে বরাদ্দ এনে উন্নয় মুলক কাজ করেছি। এসময় শিরীন আখতার বলেন, আমি সকলের নিকট ভোট চাই। ফেনী-১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা মার্কায় ভোট দিতে সকলকে অনুরোধ করেছেন। সোমবার সন্ধ্যায় পুর্ব ছাগলনাইয়ায় শিরীন আখতারের বাড়ীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডিএম রনি পারভেজ আলম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Please follow and like us: