নয়া আলো- বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় করা আরও চার মামলায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ সোমবার দারুস সালাম থানার পুলিশ ওই অভিযোগপত্র দেয়। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগপত্র দিল পুলিশ। এর মধ্যে দারুস সালাম থানার পুলিশ নয়টি ও যাত্রাবাড়ী থানার পুলিশ দুটি মামলায় অভিযোগপত্র দেয়। মামলার নথি থেকে জানা যায়, এসব মামলার এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্রে খালেদা জিয়াকে পুলিশ হুকুমের আসামি করেছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে দারুস সালাম থানায় এসব মামলা করে পুলিশ। হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে মামলায়।