
মোঃ ইব্রাহিম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত ও মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রাথী আলহাজ্ব মোঃ সাদেক খান রাজধানী মোহাম্মদপুর ৩১নং ওয়ার্ড এর উদ্যাগে গণসংযোগ শুরু করেন।
আজ ১০ ডিসেম্বর ২০১৮ রোজ সোমবার বিকালে মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের নিকট ভোট ও সমর্থন প্রত্যাশা করে প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারপত্র বিতরণ মাধ্যমে এ গণসংযোগ শুরু করেন।
গণসংযোগকালে আলহাজ্ব মোঃ সাদেক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকলে গ্রাম শহরে পরিণত হবে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে।
তিনি আরও বলেন, নিজের এলাকার মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ নিয়েই আমি নির্বাচনী গণসংযোগ করছি। নির্বাচন করে যদি এলাকায় প্রতিনিধি হতে পারি, তাহলে এলাকায় মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবো। তাদের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো। এটাই জীবনের শেষ ইচ্ছা। বাকি মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে থাকতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।