
সাতক্ষীরা প্রতিনধি: নকল ও পরীক্ষার কক্ষে কাছে মোবাইল রাখার দায়ে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে এক ছাত্রকে বহিস্কার ও ৮ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। বুধবার অনুষ্ঠিত আরবী প্রথমপত্র পরীক্ষা চলাকালে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিস্কৃত ছাত্র হলেন, কামরুল ইসলাম। যার রোল নম্বর ছিল ২০৫০৫৫। ১১১ নং কক্ষে হযরত আবুবক্কর সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার থেকে সে এবছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠায়। এদিকে বুধবারের আলিম পরীক্ষায় সারা জেলাতে ৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। ১ হাজার ৪৮৯ জনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৪৮ জন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে মেধাবী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ঝাওডাঙ্গা ফাযিল মাদ্রাসার সুপার মাওলানা তোফেল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেন ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মোশারেফ হুসাইন বহিস্কৃত ছাত্রকে ৭ দিনের কারাদন্ড দেন।