
জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় বিষপান করে সুমি আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুমি উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভরিমুখ এলাকার মৃত হাবিবুল্লার মেয়ে। সূত্র জানায়, ছয় বছর আগে সুমির বাবা হাবিবুল্লা মারা যান। দিনমজুরি করে চলত মা হাসিনা ও সুমি। বৃহস্পতিবার সকালের দিকে তার মা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে রিলিফের চাল আনতে যায়। চাল নিয়ে বাড়িতে ফিরে দেখেন সুমি বিষপান করে বমি করছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। মৃত সুমির মা হাসিনা আক্তার বলেন, আমার মেয়ে সুমি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার সদরঘোনায় আবুল হাসেম নামের এক ব্যক্তির বাড়িতে কাজ করত। গত চার মাস পূর্বে ফোনে যোগাযোগ করে মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয় তারা। এরপর থেকে মেয়ে আমার বাড়িতেই ছিল। সুমি কেন বিষপান করেছে সেটা আমি জানি না। বিষপানে কিশোরী সুমির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানবীর হোসেন বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।