
নিজস্ব প্রতিবেদক,ফেনী: আওয়ামীলীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে ফেনী শহরের মহিপালে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। সম্মেলনে যোগদানকারি ফেনী ছাড়াও চট্টগ্রাম বিভাগের ৬ জেলার কাউন্সিলর ও ডেলিগেটদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা যোগাতে এ আয়োজন করা হচ্ছে। দলীয় একাধিক সূত্র জানায়, আগামী ২২ ও ২৩ অক্টোবর দলের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে ফেনী জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সম্মেলনে অংশগ্রহনকারি ফেনী ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার কাউন্সিলর ও ডেলিগেটদের অভ্যর্থনা জানাতে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি এ জেলায় ব্যাপক সাজ্জসজ্জার আয়োজন করা হয়েছে। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের নামে মহিপালে সবকটি বিলবোর্ডে সাঁটানো হয়েছে বিশালাকৃতির বিলবোর্ড। লাগানো হয়েছে ফেস্টুনও। নির্মিতব্য ফ্ল্ইাওভারের সবকটি পিলার ও মহিপালের বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। আলোকসজ্জার জন্য আপন ইভেন্টসকে দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় সম্মেলনের রেশ জেলা শহরেও ছড়িয়ে পড়ায় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সাজসজ্জা তদারকির দায়িত্বে নিয়োজিত ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আওয়ামীলীগের জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে দেশের কোন জেলা শহরে এ ধরনের আয়োজন এবারই প্রথম। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে জেলা পর্যায়ে বর্ণিল সাজসজ্জা পুরো চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।