রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার মূল ভবন পরিত্যক্ত করা হয়েছে বহু আগেই।
স্থান সংকুলানের কারনে বর্তমানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শিক্ষাকার্যক্রম চললেও বাধ্য হয়েই আলিম ১ম ও ২য় বর্ষের ক্লাস নিতে হচ্ছে জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে। এতে করে যে কোন মূহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশংকায় রয়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, মূল ভবনের পিলারগুলোর প্লাস্টার খসে লোহার রডগুলো বেরিয়ে আছে। ক্লাশ চলাকালীন সময়ে হঠাৎ করেই ছাদ থেকে বড় বড় প্লাস্টার খসে পড়ছে। এতে আতংকিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন।
সূত্রে জানা যায়, বর্তমান ভবনটি নিয়ে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা ও তা পূর্ন নির্মানের আশ্বাস দিলেও অধ্যাবদি তা আলোর মুখ দেখেনি।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ক্লাশ চলাকালীন সময়ে বেশ কয়েকবার ছাদ থেকে প্লাষ্টার খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনাও ঘটেছে।