
আশুলিয়া থেকে আবুল কাশেমঃ
দীর্ঘ আড়াই বছর পর বষনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী ৯জন কলম সৈনিক রাজধানী লাগোয়া আশুলিয়ার প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সদস্য পদ লাভ করেছেন। আশুলিয়া প্রেস ক্লাবে বিগত ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৫-২০১৬ইং এর ২৮ই মার্চ ২০১৫ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনের পর ১১জন সাংবাদিক’কে অস্থায়ী সদস্য হিসেবে প্রদান করা হয়। আশুলিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ক্লাবের সদস্যপদ প্রাপ্তির পর থেকে পরবর্তী এক বছর নতুন সদস্য ”অস্থায়ী সদস্য” হিসেবে গণ্য হবে। এসময়ের মধ্যে তাদের আচার আচরন সাংবাদিকতার বিষয় পর্যবেক্ষন সন্তোষ জনক হলে নির্বাহী কমিটি পরবর্তীতে তাকে ক্লাবের স্থায়ী সদস্য পদ প্রদান করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এক বছর পরেও ”সাংবাদিকতার বিষয় পর্যবেক্ষন” সন্তোষ জনক হলেও কিছু সাংবাদিকের বিরোধীতার কারণে ৯ জন সাংবাদিক’কে স্থায়ী সদস্য করা হয়নি। পরবর্তী ২৮ই মার্চ ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত আশুলিয়া প্রেস ক্লাবে ৫ম দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৭-২০১৮ইং এ নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটির যথার্থ বিচক্ষণ, সুবিবেচনাপূর্ণ, সুদূরদর্শী, প্রাজ্ঞ, সুবিবেচিত ও জ্ঞানপূর্ণতার কারণে ”সাংবাদিকতার বিষয় পর্যবেক্ষন” সন্তোষ জনক হওয়ায় ১৯ মে ২০১৭ইং রোজ শুক্রবার সন্ধ্যা প্রায় ৭.৩০ মিনিটে সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় (সময় টিভি জেলা সাব-ব্যুরো প্রতিনিধি), সাধারন সম্পাদক মাহ্ফুজুর রহমান নিপু (যমুনা টিভি), যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান লিটন (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ রাকিব হাসান জিল্লু (দৈনিক সকালের খবর), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজু (দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্ট) ও নির্বাহী সদস্য আবুল হায়াত বাচ্চু (দৈনিক পাঞ্জেরী) এর উপস্থিতিতে ৯ জন সাংবাদিক’কে আশুলিয়া প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পদ প্রদান করা হয়। আশুলিয়া প্রেস ক্লাবে স্থায়ী সদস্য পদ প্রাপ্তরা হলেন, জাহিদ হাসান (এটিএন নিউজ জেলা প্রতিনিধি), সোহেল হোসেন (বিজয় টিভি আশুলিয়া প্রতিনিধি), অপু খন্দকার (চ্যানেল নাইন জেলা প্রতিনিধি), আবুল কাশেম (দৈনিক দেশকাল আশুলিয়া প্রতিনিধি), আজম সরকার (দৈনিক খবর বাংলাদেশ), ইমতিয়াজ উল ইসলাম (ঢাকা টাইম’স), মোঃ ফাহিম (বাংলা নিউজ), মশিউর রহমান (আলোকিত সময় আশুলিয়া প্রতিনিধি) ও সোহেল রানা (চ্যানেল এস)। নবস্থায়ী সদস্যরা মনে করেন, সকল মান-অভিমান ও দুঃখকষ্ট ভুলে গিয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের সহযোগীতায় ধাঁরালো কলমের লিখনির মাধ্যমে আজকের সমাজকে উন্নত শিখরে পৌছে দেওয়ার। অবশেষে সকল সাংবাদিকদের’কে মিষ্টি মুখ করানো হয়।