আসলাম চৌধুরীকে শুধু নয় বিএনপির অন্যান্য নেতা এবং প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নেয়ার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ইসরাইলের সাথে বিএনপির সম্পর্ক ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশে তিনি এ দাবি করেন।
বিএনপিকে মুসলিম জাহানের শত্রু আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন আর শুধু বাংলাদেশের শত্রু নয় তারা সমস্ত মুসলিম জাহানের শত্রু ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের মধ্য দিয়ে খালেদার থলের বিড়াল বেরিয়ে এসেছে।
২০ দলীয় জোটে থাকা সমস্ত ইসলামী দলগুলোকে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনারা দয়া করে অতিসত্তর মুসলিম জাহানের শত্রু বিএনপিকে ত্যাগ করুন। তা না হলে দেশের সাধারণ জনগণ বিএনপির মত আপনাদের কেউ ধিক্কার জানাবে।
আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি শাহাদত হোসেন টয়েলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার,এম এ করিম,শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক প্রমুখ।