আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে।
রবিবার মনপুরা উপজেলার অডিটোরিয়ামে নব নির্মিত আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য আগামী এক মাসের মধ্যে সহকারী জজ মনপুরা দেয়া হবে। দায়রা জজ আদালত স্থানান্তরের ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, ‘মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সব কাচা রাস্তা পাকা করেছি। স্কুল, কলেজ, বিভিন্ন অফিস-আদালতের পাকা ভবন নির্মাণ করেছি। এই এলাকায় কোনো কাচা রাস্তা থাকবে না। নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।’
সভায় আরো বক্তব্য রাখেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম শাহজাহান, সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নবনির্মিত সাব রেজিস্ট্রার ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। নদী ভাঙ্গনরোধে ২১০ কোটি টাকা একনেক সভায় পাশ হওয়ায় চরফ্যাসনের জনসাধারণ উপমন্ত্রী জ্যাকবকে দেয়া নাগরিক সংবর্ধনায় আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।