
পটুয়াখালী দশমিনা উপজেলায় গত মঙ্গবার ( ৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় স্থানীয় সরকার নির্বাচনকে কন্দ্রে করে দশমিনা উপজেলা আ’লীগ কার্যালয়ে তৃনমূল আ’লীগের মতবিনিময় সভার আয়োজ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, উপজেলা আ’লীগের সধারন সম্পাদক এ্যাড.ইকবাল মাহমুদ লিটন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালামসহ ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বাশঁবাড়ীয়া, বহরমপুর, আলিপুরা ইউনিয়নের নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা এমপি বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গকন্যা দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়ন মূল সকল কর্মকান্ড জনগনের মাঝে তুলেধরার আহবান জানান। তিনি আরো বলেন, কোন নেতাকর্মী নৌকা প্রার্থীর বিপক্ষে অবস্থান করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us: