সৌদি আরবের রাজধানী রিয়াদের হারাস্থ রামাদা হোটেলের বলরুমে ৩০শে জানুয়ারি ফেনী প্রবাসী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
ফেনী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন, প্রথম সচিব নুরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলাম, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের অন্যতম উপদেষ্টা জেড ইউ সাঈদ, উপদেষ্টা এম এ জলিল রাজা, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি ড. রেজাউল করিম, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূঞা, প্রবাসী কবি ড. রেজাউল হক হেলাল, ব্যবসায়ী শিব্বির আহম্মেদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের কার্যকরী কমিটির সদস্য দিলওয়ার হোসাইন, সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি সহিদুল ইসলাম, সহ সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ সাধারণ সম্পাদক আহম্মেদ করিম ইমন, সদস্য আবদুল আহাদ নয়ন, সদস্য গিয়াস উদ্দিন মজুমদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের পৃষ্ঠপোষক ইসমাইল হোসাইন, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান নিটুল, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরাজি, দপ্তর সম্পাদক আবদুল বাতেন, সহ দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ দুলাল, সহ অর্থ সম্পাদক মোবারক হোসেন শাহিন, ক্রিড়া সম্পাদক মোহন খান, সহ ক্রিড়া সম্পাদক রবিউল ইসলাম রবিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।
প্রবাস থেকে স্বেচ্ছাসেবী সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করার জন্যে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশে ফোরামের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য যে কোন প্রয়োজনে তিনি ফোরামের পাশে থাকবেন।
তিনি বলেন, ফেনী জেলায় অসংখ্য গুণীজন শিল্পপতি থাকলেও তুলনামূলক হারে শিল্প কারখানা গড়ে উঠেনি, তাই শিক্ষিত বেকারের হার বৃদ্ধি পেয়েছে এবং তাঁরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, ফেনী জেলায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে লোকজনকে সচেতন করার জন্য ফেনী ফোরামকে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ফেনী বাংলাদেশের মধ্যে ভিবিন্ন ক্ষেত্রে উন্নতমানের জেলা, তিনি ফেনী প্রবাসীদের মহতি উদ্যোগকে স্বাগত জানান।
ফোরামের অন্যতম উপদেষ্টা জেড ইউ সাঈদ বলেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম মানব কল্যাণে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, আগামীতেও ফেনী ফোরামের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ফোরামের সভাপতি বিগত চার বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন এবং সৌদি আরবের ফেনী জেলার প্রবাসীদেরকে বৃহত্তর এই স্বেচ্ছাসেবী প্লাটফর্মে দল মত নির্বিশেষে একত্রিত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে ফেনী ফোরামের সভাপতির নেতৃত্বে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফোরামের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।