‘সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুখে, মানুষ মানুষের জন্য’-এই স্লোগানকে ধারন করে অসহায় মানুষের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কনকাপৈত ইউনিয়নের ছয় গ্রামের প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন ‘ইচ্ছেপূরণ প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন। রোববার(৭ এপ্রিল) প্রবাসীদের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের তারাশাইল, দুর্গাপুর, কোমারডোগা, আতাকরা, দৌলতপুর ও চন্দ্রপুর গ্রামের অসহায় ৮৪ পরিবারের মাঝে উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তারাশাইলের শেখ ফরিদ ভূঁইয়া, মোহাম্মদ ফরহাদ, আবিদ ভূঁইয়া, ইমতিয়াজ সাইমুন, চন্দ্রপুরের মোহাম্মদ সৈকত, মোহাম্মদ ফাহাদ, কোমারডোগা গ্রামের মোহাম্মদ সাইফ। বাড়িতেঅবস্থান করেই ঈদ উপহার সামগ্রী পেয়ে সংগঠনের সকল প্রবাসী ও দেশে থাকা স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ইচ্ছে পূরণ প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উপলক্ষে সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ অব্যাহত রেখেছে।