
এম.মনসুর আলী সরাইল (হাওরাঞ্চল)থেকে।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মিজবাহ উদ্দিনের ভাগিনা জুনাইদ হাসান ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ মেধাতালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।
তার স্কুল শিক্ষক নানা ও ইঞ্জিনিয়ার মামার শাসন -সোহাগ ও দিকনির্দেশনায় পিতৃহারা জুনাইদ হাসান এ অবস্থানে পৌঁছেছে বলে জানান। জুনাইদ ৫ম ও ৮ম শ্রেনিতেও সুনামের সাথে বৃত্তি লাভ করেছে। ৫ম শ্রেনিতে পড়াকালীন সময়েই সে তার বাবাকে হারান।
জুনাইদ হাসানের বাড়ি সরাইল সদরের সৈয়দটুলা পশ্চিমপাড়া গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ জামাল উদ্দিন এবং মাতার নাম নাজমা বেগম। তার ভাল ফলাফলের জন্য তিনি সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পিতা-মাতার একমাত্র সন্তান মো: জুনাইদ হাসান ভবিষ্যতে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।