জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে। অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল।
আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ প্রচণ্ড গরমের মধ্যেও আশপাশের রাস্তায় ও বিভিন্ন গাছের ওপর বসে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করে। একটি আমবাগানকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে।
এবারের পর্বের শুরুতেই থাকবে চাঁপাইনবাবগঞ্জ ও আম নিয়ে দুটি প্রতিবেদন। এ ছাড়া রয়েছে সর্পপ্রেমী ফজলে রাব্বী রবিন ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর প্রতিবেদন।
চাঁপাইনবাবগঞ্জের পাশেই সীমান্তের এপাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীর বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ। বিদেশি এই প্রতিবেদনে জানা যাবে নবাবদের বিচিত্র ঘটনা।
চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি নৃত্য। একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।
নির্বাচিত দর্শকদের সামনে আনা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে। নিয়মিত পর্ব হিসেবে রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি, নাট্যাংশ ও চিঠিপত্র বিভাগ।
এবারের ‘ইত্যাদি’ প্রচারিত হবে ২৯ এপ্রিল রাত ৮টার সংবাদের পর, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।