
বন্ধু তুমি মনের মানুষ
দুই নয়নের আলো,
বন্ধু তোমায় সারাজীবন
বাসবো অনেক ভালো।
বন্ধু তুমি পাশে থেকো
সুখ-দুখের মাঝে,
বন্ধু তোমায় রাখবো মনে
সকাল-বিকাল সাঝে।
বন্ধু তুমি আমার প্রিয়
নীল আকাশের ঘুড়ি,
বন্ধু তুমি নিষ্পাপ ফুল
নাহি তোমার জুরি।
Please follow and like us: