
বিত্তশালী পোশাক পড়ে
করছে যারা হত্যা,
তাদের মনে বিন্দুমাত্র
ভালো নেই সত্তা।
মানবতা লুকিয়ে থাকে
ঈমানের অভাবে,
শতবার অশ্রু ঝড়ায়
অমানুষ এর স্বভাবে।
ভালো বুলি মুখে স্থায়ী
কর্মে নেই মিল,
দুঃখ নিয়ে বেঁচে থাকা
হয়ে যায় মুশকিল।
Please follow and like us: