কাজী ইফতেখারুল আলম,ফেনী থেকে:
ফেনীতে জেলা পুলিশ, প্রেস ক্লাব ও
রিপোটার্স ইউনিটির যৌথ উদ্যোগে “বাংলা নববর্ষে-ইলিশ বাঙ্গালী সংস্কৃতির অংশ নয়” শ্লোগানে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে । শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক, প্রথম আলোর আবু তাহের, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী শাখার সভাপতি ডা. মনজুর ইকবাল, সময় টিভির বখতেয়ার ইসলাম মুন্না,এনটিভির ওসমান হারুন দুলাল, সমকালের শাহজালাল রতন, বাংলাভিশনের রফিকুল ইসলাম। এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শাসছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মো. আমিরুল আলম (এএসপি-সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাও সাংবাদিক ছাড়াও পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।