পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করেছে মানব কল্যাণ পরিষদ। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং সকলকে মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।
মানবিক মূল্যবোধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম ও নারী উদ্যোক্তা আয়শা আক্তার।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার প্রাণবন্ত মানবিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, স্বেচ্ছাসেবক কে এম নাজিম, গণমাধ্যম কর্মী মেহেদী মনজুর বকুল, বিডি নারী কল্যাণ সংস্থার সভাপতি দোলা দেওয়ান, সাধারণ সম্পাদক শিরিন খান, বিউটিশিয়ান রুনা আজাদ, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক রাকিবুল ইসলাম ইফতি, জারিফ অনন্ত, ইসমাইল হোসেন রাফী, স্বেচ্ছাসেবী লতিফা বেগম, সাদিয়া আফরিন তমা, নিঝুম, তানিয়া সুলতানা, শিউলি বেগম সহ অন্যান্য।
পরিশেষে সকলের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রীর মধ্যে কোরআন শরীফ, নূরানী কায়দা, নামাজ শিক্ষার বই ও টুপি বিতরণ করা হয়।
Please follow and like us: