
সোহরাফ বরগুনা সংবাদ দাতা :
ঈদে বরগুনা দক্ষিনাঞ্চলে সর্বোচ্চ যাএী সেবা নিশ্চিত করা হবে । দক্ষিনাঞ্চলের যাএীরা যাতে নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে তার জন্য আমার এই সফর । বুধবার বিকাল সাড়ে পাচঁটায় বরগুনা নৌবন্দর পরিদর্শনকালে গনপ্রজাতন্ত্্রী বাংলাদেশ সরকারের নৌ- পরিবহন মন্ত্্রী শাহজাহান খানঁ এ মন্তব্য করেন। এসময় তিনি বরগুনা রুটে উন্নতমানের লঞ্চ ও উন্নত যাএী সেবা নিশ্চিত করা সেই সাথে বরগুনার খাকদন নদী প্রশস্ত করনেরও আশ্বাস দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন , বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজ্জামেল , বিআইডব্লিটিসি চেয়ারম্যান জ্ঞানরঞ্জন শীল , বরগুনার জেলা প্রশাসক ড. মহা বশিরুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব তোফায়েল আহম্মেদ , বরগুনা সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অ্যাড ,সঞ্জিব দাস , বরগুনা জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।