
আব্দুল আজিজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।
ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম টানা পাঁচদিন পুরোপুরি বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৮ জুন বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে বলে তিনি জানান। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি হিলি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক ও ভারতের এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টসহ বন্দর-সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অশিত কুমার সান্যাল জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তাদের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে টানা পাঁচদিন পণ্য লোড, আনলোড, ডেলিভারিসহ বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ফখরুল আমিন চৌধূরী জানান, ঈদ উপলক্ষে পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ব্যাগেজ কার্যক্রম চালু রাখার জন্য হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।