ঈদ
রুমানা আক্তার রত্না
দূর আকাশে চাঁদ উঠেছে
ঈদ এসেছে ঈদ এসেছে
সবার মনে বাঁধ ভেঙেছে
ঈদ খুশিকে কেন্দ্র করে।
খোকন সোনা বাবার সাথে
গরু কিনতে যাচ্ছে হাটে
শত শত গরুর দেখে
লাল টুকটুক গরু কেনে।
জায়নামাজ নিয়ে ঈদের দিনে
ঈদগাহ যাচ্ছে সাবাই মিলে
ধনী -গরীব এক কাতারে
নামাজ পড়ে মিলে মিশে।
গরু-ছাগল নামাজ শেষে
কুরবানির করে আল্লাহ পথে
কঁচি কাঁচা সালামি পেয়ে
ঈদ খুশিতে উঠেছে মেতে।
Please follow and like us: