তুহিন হোসেন,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ- দেশে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আজ ০৩-১১-১৯ ইং রবিবার ২য় দিন। এবার জুনিয়র দাখিল সার্টিফিকেটপরীক্ষায় বাংলাদেশ রেলওয়ে সরকারী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মোট ১৮ টি মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মোট ছাত্রছাত্রী ৪৭৭ জন, উপস্হিত ছিল৪২৮ জন, অনুপস্থিত ছিল ৪৯ জন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিহাব রায়হান । তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, এই ৪৯ জনশিক্ষার্থী কেন অনুপস্থিত তা সঠিকভাবে অতিশীঘ্রই খবর নিয়ে তাকে জানাতে। আরো বলেন যে শিক্ষার্থীগুলা অনুপস্থিত তাদের মধ্যে হয়তো কিছুটা বাল্যবিবাহের কারনে পরীক্ষা দিতেপারছেনা। তিনি উপস্থিত শিক্ষক ও সাংবাদিকদের বলেন আমাদের সবাইকে বাল্যবিবাহ বন্ধের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে।