
জহির খান উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালার দূর্নিতী আর অত্যাচার থেকে রেহাই পেতে তার অপসারনের দাবীতে শনিবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছে মন্দির রক্ষা কমিটির নেতৃবৃন্দরা। উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত সাতলা ইউনিয়নের রাধাগোবিন্দ মন্দির রক্ষা কমিটির আয়োজনে মন্দিরের সামনে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে জুরান কৃষ্ণ সমদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়েরর নেতা জীতেন্দ্র নাথ সমদ্দার, জুরান সমদ্দার, জগদিশ সমদ্দার, অখিল চন্দ্র প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউএনও ঝুমুর বালা হিন্দু ধর্মালম্বী হওয়া সত্বেও এখানে যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন মন্দিরের উন্নয়ন কাজ সে বাঁধাগ্রস্থ করেছেন। অভিযোগ করে বক্তারা বলেন, সম্প্রতি আমাদের সার্বজনীন দুর্গা ও গোবিন্দ মন্দিরটি রক্ষনাবেক্ষনের জন্য সহযোগীতার আবেদন নিয়ে আমরা প্রায় দুইশত গ্রামবাসী ইউএনও’র সাথে দেখা করতে তার কার্যালয়ে গিয়েছিলাম। ইউএনও ঝুমুর বালা আমাদের কোন কথা না শুনে উল্টো মন্দির নিয়ে আমরা ব্যবসা করছি অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের তাড়িয়ে দেয়। এ সময় ইউএনও’র কথার প্রতিবাদ করলে সে (ঝুমুর বালা) আমাদের দেয়ালের সাথে আছার মারার হুমকি দেয়। বক্তারা উপজেলার বিভিন্নস্থানের হিন্দু সম্প্রদায়ের মন্দির নিয়ে কটুক্তি করে অশ্লীল বাক্য ব্যবহার করায়ও ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেন। তাই জরুরি ভিত্তিতে ঝুমুর বালাকে এ উপজেলা থেকে অপসারন করা না হলে নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করবেন বলেও হুশিয়ারী উচ্চারন করেন। পৌর সদরের বাসিন্দা সাবেক প্রধানশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুখরঞ্জন নন্দী, জয়দুর্গা মন্দির কমিটির সভাপতি উপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর দীলিপ কুমার সিকদার অভিযোগ করে বলেন, উজিরপুরে উপজেলা হওয়ার পর থেকে ঝুমুর বালার মতো ঔদ্ধত্ত, অশ্লীল আচরন, কুরুচি পুর্ন ভাষা ব্যবহার ও মাত্রাধিক দুর্নিতী কোন ইউএনও করেননি। একই অভিযোগ করেছেন অসংখ্য আওয়ামীলীগ নেতারাও। অভিযোগ সম্পর্কে ইউএনও ঝুমুর বালার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুরে রহস্যজনকভাবে এক ছাত্রী নিখোঁজ