দাগনভূঁঞা প্রতিনিধি:- দাগনভূঁঞা উপজেলার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনার,আবুল বাশার অডিটোরিয়াম উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
গভর্নিং বডি সভাপতি আলহাজ্ব নুরুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবুল বাশার।
এতে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা, থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম।
উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক নিজাম উদ্দিন,পপি রানী কুরী ও সহকারী শিক্ষক কাজী ফারহানা রশীদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুসাহী সদস্য গোলাম বেলাল, জাপান আওয়ামীলীগ সভাপতি সামছুল আলম ভুট্ট, জেলা পরিষদ সদস্য রাবেয়া আক্তার রাবু, ফেনী প্রেসক্লাব (একাংশ) সভাপতি আজাদ মালদার, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মাস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার উদ্দিন।
শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Please follow and like us: